মোংলা বন্দর কর্মচারীদের বাসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদের শ্রমিকলীগের প্রতিবাদ 

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৪১ পিএম, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৫৩৩

মোংলা বন্দরের ব্যাবস্থাপনা কর্মকর্তারা কর্মচারীদের বসবাসরত বভনের বাসা ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে প্রবিাদ সভা করেছে মোংলা বন্দর শ্রমিক লীগ (মবক) ইউনিটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্দরের মাধবী আবাসিক এলাকায় শ্রমিক ভবনের সামনে এ সমাবেশ করেণ তারা।


জাতীয় শ্রমিকলীগ (মবক) ইউনিটের পক্ষ থেকে বন্দরের বর্তমান প্রেক্ষাপট ও বাসা ভাড়া নির্ধারণ সহ কর্মচারীদের অন্যান্য দাবির বিষয় নিয়ে কর্মচারী সমাবেশের সভাপতিত্ব করেণ ফকির জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, শ্রমিক লীগ (মবক) ইউনিটের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সাকিব। এছাড়াও আসিফ নাঈম, ফজলুল হক, নিপুন ও দেলোয়ার হোসেন, আব্দুল হান্নান ও বাপ্পি সহ আরো অনেকে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার সর্বোচ্চ নির্বাহী চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা অত্যান্ত মহৎ ও একজন সৎ মানুষ। কিন্ত এমন মহৎ চেয়ারম্যানের কাছ থেকেও বর্তমান মোংলা বন্দর কর্মচারী সংঘ (সিবিএ) নেতৃবৃন্দরা কর্মচারীদের ন্যয্য অধিকার আদায় করতে ব্যার্থ হয়েছেন। বর্তমান সিবিএ নেতারা কর্মচারীদের দাবী আদায়ের ব্যাপারে কর্নপাত না করে তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যাস্ত রয়েছে। যার ফলে সাধারণ কর্মচারীরা বন্দর কর্তৃপক্ষের কাছে ন্যায় দাবী আদায় করতে পারছেনা বলে প্রতিবাদ সমাবেশে দাবী করেণ জাতীয় শ্রমিকলীগ (মবক) ইউনিটের নেতৃবৃন্দরা। তাই মবক ইউনিটের শ্রকিলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সাকিব বলেন, আমরা বন্দরের কর্মরত নীরিহ কর্মচারীদের পক্ষে কাজ করে যাচ্ছি। বন্দর কর্তৃপক্ষের কাছে তাদের ন্যয্য দাবী আদায়ের ব্যাপারে বন্দর চেয়ারম্যান সহ ব্যাবস্থাপনা কর্মকর্তাদের কাছে আলোচনার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করছি আমরা। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যাবস্থাপনা বর্তমানে সাধারণ কর্মচারীদের উপর বাসা ভাড়া বৃদ্ধি সহ যে সকল সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে তা হতে দেয়া যাবেনা বলে জানায় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাকিব। তিনি আরো বলেন, জাতীয় শ্রমিকলীগ (মবক) ইউনিট’র নেতৃবৃন্দ সব সময় বন্দরের কর্মচারীদের পক্ষে কাজ করে যাচ্ছে। তাই আমরা বিশ্বাস করি, বন্দর কর্তৃপক্ষ বাসা ভাড়া বৃদ্ধি যে সকল সিদ্ধান্ত গ্রহন করেছে, তা বাতিল করে বর্তমানে যেভাবে আছে সেভাবেই বহাল রাখার দাবী জানায় সমাবেশে। তার পরেও যদি মোংলা বন্দর কর্তৃপক্ষ এ সকল নীরিহ সাধারণ কর্মচারীদের উপর অহেতুক বাসা ভাড়া বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, তবে জাতীয় শ্রমিকলীগ (মবক) ইউনিটের নেতৃবৃন্দরা বসে থাকবেনা। আগেও বন্দরের কর্মচারীদের পক্ষে শ্রমিকলীগ নেতৃবৃন্দরা ছিলো এখনও আছে এবং আগামীতেও থাকবে বলে জানায় সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সাকিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত