পোর্ট  পৌরসভার  ৬ নং ওয়ার্ড আ'লীগের আয়োজনে

মোংলায়  শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনু্ষ্ঠিত 

মাসুদ রানা,মোংলা

আপডেট : ১০:৩৯ পিএম, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪৫৪

মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড আ'লীগ ও সকল সহযোগি সংগঠনের আয়োজনে যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনু্ষ্ঠান পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ৬ নং ওয়ার্ডের সরকারি দিগন্ত প্রকল্প স্কুল মাঠ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শোক দিবস উপলক্ষ্যে জীবনভিক্তিক আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের স্বরণে ১মিনিট নিরবতা পালন ও পুষ্পস্তবক অর্পন করা হয়।
মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড আ'লীগের আঃ হাকিম খান'র সভাপতিত্বে ও পোরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা পৌর আ'লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক শাখায়ত হোসেন মিলন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম জিকু, মোংলা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এইচ এম মিলন শিকারী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন নীরব, ওয়াসিম আরমান, উপজেলা ছাত্রলীগের মুশফিকুর রহমান সাগর, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির শিকারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আ'লীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন, থানা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ফিরোজ শাহ, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মিঠু হাওলাদার, সাধারণ সম্পাদক শামীম খলিফা, পৌর কৃষক লীগের সভাপতি আসলাম হোসেন, ৫ নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ শাকিল এবং ৬ নং ওয়ার্ড আ'লীগ,ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা যুব লীগ সহ স্থানীয় আ'লীগ নেতা কর্মীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করে,ন মেছের শাহ জামে মসজিদের পেশ ইমাম মাও, ফেরদৌস রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত