কচুয়ায় ৫০টির অধিক জাল পাটা পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১২:৫২ এএম, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ | ৩৭৩

পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য, অবৈধ জালের বিরুদ্ধে সাড়াশী অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে ৫০টির অধিক অবৈধ জালের বাঁধ, ভোটাজাল,বাঁশের চাই অপসারণ করে। পরে তার উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে দেয়।


এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস, মেরিণ ফিসারিজ অফিসার দিপংকর কুমার চক্রবর্তী সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল বলেন, পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য সকল ধরনের আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, ইতোমধ্যে সকল চেয়ারম্যান এসকল কর্মকান্ড থেকে বিরদ রাখতে সিজ সিজ ইউনিয়নে মাইকিং করেছেন। মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় আমাদের এসকল কর্মকান্ডকে সহযোগীতা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত