ফকিরহাটের ধনপোতা এলাকায় চোরের উপদ্রবে অতিষ্ট জনগণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৩১ পিএম, রোববার, ২৬ জুন ২০২২ | ৫৬৪

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামে চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। চোরের উপদ্রবে স্থানীয় জনগণ অতিষ্ট হয়ে পড়েছেন। কোন কোন স্থানে রাত জেগে পাহারা দিয়েও চুরি রোধ করা যাচ্ছে না। তাই ভুক্তভোগী পরিবার গুলি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, বর্তমানে বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামে চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতে কোন না কোন বাড়ি বা মৎস্য ঘেরে চুরির ঘটনা ঘটছে। গত একসপ্তাহের ব্যবধানে ওই গ্রামে বেশ কয়েকটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমানে মাছ চুরি করে পালিয়েছে অজ্ঞাত চোরেরা। এর মধ্যে ধনপোতা গ্রামের মাহম্মুদ মোহরীর দুই বিঘার মৎস্য ঘের, কনেক পালের দুই বিঘার মৎস্য ঘের, ডাঃ আমল পালের দুই বিঘার মৎস্য ঘের, আলতাব হোসেনের পুকুর ও মৎস্য ঘেরে বিষ দিয়ে বিপুল পরিমানে চিংড়ী ও সাদা মাছ চুরি করে পালিয়েছে।


এছাড়া হতদরিদ্র মাহেন্দ্র চালক আল আমীন ও ফিরোজ শেখ নিজ বাড়ীর ভিতর রেখে দেওয়া মাহেন্দ্র গাড়ী হতে ব্যাটারী চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও ভুক্তভোগীদের কেউ সংশ্লিষ্ট মডেল থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত