ফকিরহাটে মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী মায়েদের প্রশিক্ষণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:১২ পিএম, রোববার, ২৬ জুন ২০২২ | ৪৯১

ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে ‘মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী দরিদ্র মায়েদের সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। রোববার সকাল ১১টায় বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা ১৪৪জন নারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করেন।


উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিরদিয়া-মানসা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী শেখ ফরহাদ হোসেন, প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার, ইউপি সদস্যবৃন্দ ও ভাতা উপকারভোগী মায়েরা।

উল্লেখ্য সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা উপজেলার ১৪৪জন মায়ের মাসিক ৮০০ টাকা হারে ৬৩ মাস ভাতা প্রদান ও বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত