ভোক্তার অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে বাধা

বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৫০ পিএম, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৩৭৭

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী, ট্রাক-শো ও আলোচনা সভার মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার পালিত হয়েছে। র‌্যালী ও ট্রাক-শো শেষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।


জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্টিত এ আয়োজনে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। সূচনা বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্টিত এ সভা সঞ্চলনা করেন, ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার।

সন্মানিত অনান্য অতিথির মধ্যে বক্তব্য দেন, ডিএলও ডা: লুৎফর রহমান, জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ডিসিএস ডা: হাবিবুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক বুলবুল কবির, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, কৃষিবিদ মোতাহার হোসেন, চেম্বারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা খান নাসির উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আজমল হোসেন, ডিএসপির পরিদর্শক একরামূল ইসলাম, ক্যাব সম্পাদক ডা: অরিন্দম দেবনাথ প্রমুখ।


বক্তারা বলেন, ভোক্তার অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা’ অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত