বাগেরহাটে শিল্পকলা একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪১ পিএম, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮ | ৬০৮

বাগেরহাটে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের স্বাধীনতা উদ্যানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা। জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন খানম, প্রবীন শিক্ষক জ্ঞান রঞ্জন চক্রবর্ত্তি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কেটে শিল্পকলা একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। পরে বিভিন্ন শিল্পগোষ্টির অংশ গ্রহনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত