সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই জন আটক

মাসুদ রানা,মোংলা

আপডেট : ১০:০৫ পিএম, রোববার, ১৪ নভেম্বর ২০২১ | ৩৯৮

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই দূর্বৃত্তকে আটক করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে রবিবার সকাল (১৪ নভেম্বর) তাদের আটক করে বনবিভাগের স্মার্ট টিম।
আটক ব্যক্তিরা হলেন, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মোঃ ওয়াহেদ শেখের ছেলে মোঃ ইয়াসিন শেখ (৩২) ও লতিফ খাঁয়ের ছেলে সাদ্দাম খাঁ (২৬)।
চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মোঃ এনামুল হক এ তথ্য জানিয়ে বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এসময় তাদের হাতেনাতে আটক করে বনকর্মকর্তা গুলশাখালীর ফরেষ্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন।
এসময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দাঁ কুড়াল ও একটি নৌকা জব্দ করা হয়।
এদিন তাদের নামে বন আইনে (পি ও আর) মামলা দায়েরের পর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে বলেও জানা এসিএফ এনামুল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত