সুদ কারবারিদের দেনার চাপ

চিতলমারীতে বেতার শিল্পি মনোরঞ্জনের ঝুলন্ত লাশ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | ৯৯৪

চিতলমারীতে মনোরঞ্জন মন্ডল (৬৫) নামের এক সংগীত শিল্পির মরদেহ উদ্ধার করা হয়েছে। মনোরঞ্জন মন্ডল উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মহানন্দ মন্ডলের ছেলে ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের (পল্লীগীতির) নিয়মিত শিল্পি। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রবীন প্রতিবেশী বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বেশ কিছুদিন ধরে মনোরঞ্জন মন্ডলকে স্থানীয় সুদে কারবারিরা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এ নিয়ে তিনি খুব বিব্রতকর অবস্থায় ছিলেন। গত বুধবার রাতে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে শেখর নামের এক ব্যাক্তি আমাদের খবর দেন। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।


সুদ কারবারিদের চাপের বিষয়টি স্বীকার করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মনোরঞ্জন মন্ডলের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কিন্তু এ এলাকার মানুষ সুদ কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত