ফকিরহাট বাজারের গুরুত্বপূর্ণ কাচা রাস্তাটি অবশেষে পাকাকরণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৪৫ পিএম, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ | ৪১৫

ফকিরহাট উপজেলা সদর ইউনিয়নের আট্টাকী ১ নং ওয়ার্ডের কাচা রাস্তাটি অবশেষে পাকাকরণ হচ্ছে। ইটের সলিং দ্বারা রাস্তাটি পাকা হতে যাওয়ায় স্থানীয়দের মাঝে যেন স্বস্তি ফিরে এসেছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে কাচা থাকায় চলাচলে অনুপোযোগি ছিলো।

বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে মাংস ব্যবসায়ীদের চলাচলে সমস্যায় পড়তে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি কাচা রাস্তাটি অন্তত ইটের সলিং করা হোক।

বুধবার সকালে স্থানীয়দের উপস্থিতিতে ওই রাস্তার সলিং এর কাজ পরিদর্শন করেন সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। তিনি জানান, ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্পের অর্থায়নে উক্ত রাস্তাটি ইটের সলিং হচ্ছে এবং বাজারের যেখানে যে সংযোগ সড়ক রয়েছে সব কয়টি সড়ক দ্রত দখলমুক্ত করে সকলের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি শেখ শহিদুল ইসলাম জানান, কাচা রাস্তাটি অবশেষে ইটের সলিং দ্বারা নির্মিত হচ্ছে। এবং রাস্তার পাশে ড্রেনটিও সচল করা হয়েছে যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে পারে আশপাশের জনসাধারণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত