কচুয়ায় অজ্ঞানপার্টির কবলে সাংবাদিকের পরিবার,মালামাল চুরি

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:৪৩ পিএম, সোমবার, ৯ নভেম্বর ২০২০ | ১৮০৯

কচুয়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে সাংবাদিকের বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। এসময়ে ওই বিষাক্ত খাবার খেয়ে অজ্ঞান হওয়া এক সাংবাদিকসহ ৫জনকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শুভংকর দাস বাচ্চু(৪৩),তার বাবা নিকুজ্ঞ দাস (৬৫),স্ত্রী প্রিয়ংকা দাস (২৮), বোন সবিতা দাস(২৪) ও ছেলে ঋতুজিৎ দাস(৪)।তাদের বাড়ী উপজেলার মসনি গ্রামে।

স্থানীয়রা জানান, প্রতিরাতের ন্যায় খাবার খেয়ে ওই পরিবারের ৫জন সদস্য ঘুমিয়ে পরে। রাত ১টার দিকে সাংবাদিকের স্ত্রী তার কানের স্বর্ণালংকার টেনে খোলার চেষ্ঠা করা টের পেয়ে চোরের হাত চেপে ধরে চিৎকার করলে দৃর্বৃত্তরা ঘর থেকে বের হয়ে যায়। পরে তাদের ঘরের আলমারী,শোকেজে থাকা ৫ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যায় বলে জানান সাংবাদিকের পরিবারের সদস্যরা।

কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বিষয়টি জেনে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত