শিশু পাচার প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা নিরসনে সমন্বিত সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩৪ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ৮৬১

মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা নিরসনে কিশোর ও যুব সংগঠন/ক্লাব সদস্যদের ভূমিকা বিষয়ক উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন ইনসিডিন বাংলাদেশের আয়োজনে শনিবার দুপুর ১২টায় মোল্লাহাট জয়িতা সমবায় সমিতির সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইনসিডিন বাংলাদেশের মোল্লাহাট প্রতিনিধি মোঃ ইকরাম হোসেন ও কর্মকর্তা সৈয়দ মারুফুল ইসলাম, সাংবাদিক এস,এম, মিজানুর রহমান, গাড়ফা শিশু কিশোর কিশোরী কার্যালয়ের সভাপতি সজিব সরকার, চুনখোলা যুব সংগঠনের প্রতিনিধি সুব্রত বিশ্বাস ও শিশু প্রতিনিধি রিয়া মণি প্রমূখ। সভা সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশের সংগঠক দিপ্তি বিশ্বাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত