মোরেলগঞ্জে ৭২টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৫:১৬ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৭১৫

মোরেলগঞ্জে ৭২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা ও করোনা সংকট মোকাবেলায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে দুর্গোৎসব। মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে বুধবার বেলা ১২টায় এ সংক্রান্ত এক সভায় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মে. দেলোয়ার হোসেন।
সভায় থানার ওসি মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ ও মন্ডপ মমিটর সভাপতি, সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় ৭২টি মন্ডপে পূজা উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে ৩৯.৫ মেট্রিক টন চাল ও স্থানীয় এমপির ব্যাক্তগত তহবীল হতে ৭২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত