ফকিরহাটে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:১৫ পিএম, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | ৫০১

ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বিক স্বাক্ষরতা আন্দোলন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভার্চুয়াল ব্লাড ব্যাংক স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।


এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় অন্যান্যিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, যুব উন্নয়ন অফিসার মো: আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ বটু গোপাল দাশ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত