মোরেলগঞ্জে দশ লাখ টাকার মাছসহ ঘের বেদখলের আশংকা !

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:৪২ পিএম, শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৬৭২

মোরেলগঞ্জে একটি মৎস্য ঘের বেদখল হওয়ার আশংকা করছেন এর মালিক। জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের মহর আলী গাজী শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ প্রেস কাবে এক সাংবাদিক সম্মেলনে এমন আশংকার কথা প্রকাশ করেন। ঘেরটিতে এখন প্রায় দশ লাখ টাকার মাছ রয়েছে বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে ‘আওয়ামী লীগের প্রবীন নেতা’ মহর আলী গাজী বলেন, ২০১৩ সাল থেকে ৬১ বিঘা জমিতে ঘের করছেন তিনি। সম্প্রতি একটি মহল ঘেরটি দখলে উদ্দেশে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ২১ মে থেকে শুরু করে পরপর ৩ দফায় থানায় শালিস বৈঠক হয়। ওই বৈঠকে কাগজপত্র যাচাই করে থানা পুলিশ আমাকে ঘেরে থাকার নির্দেশ দেয়। বর্তমানে ঘেরের মাছ বড় হওয়ায় ডেউয়াতলা গ্রামের রিয়াজ হাওলাদার ও তার লোকজন ঘেরটি দখলের চেষ্টা চালাচ্ছে।

অপরদিকে এই ঘেরটি সম্পর্কে রিয়াজ হাওলাদার বলেন, ২০১৩ সালে মহর আলী গাজী আমাদের এই ঘেরটি জোরপূর্বক দখলে নেয়। আমরা ঘেরটি পুনরুদ্ধারের জন্য স্থানীয় এমপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত