ত্রাণের ভরসায় আমরা যেন পঙ্গু হয়ে না যাই: মেয়র মনিরুল হক

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১০:৩৯ পিএম, বুধবার, ১৭ জুন ২০২০ | ৭৮৬

মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার বলেছেন, করোনাসহ দুর্যোগময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শেখ হাসিনার ত্রাণতহবীল সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ অনাহারে মারা যাবেনা। তবে, ত্রাণের ভরসায় আমরা যেন পঙ্গু হয়ে না যাই সেদিকে সকলে খেয়াল রাখবেন। বুধবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার দুই হাজার অসচ্ছল পরিবারে জরুরি খাদ্য সহায়তা প্রদানকালে সুবিধাভোগীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর পক্ষে এদিন প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

সকলকে সতর্ক করে মেয়র আরো বলেন, ভবিষ্যতে ভালো থাকতে হলে সকলে নিজ বাড়ির আঙ্গিনায় যে টুকু সম্ভব ফসল ফলানোর চেষ্টা করুন। শুধু ত্রাণের চাল, ডাল নিয়ে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফুটানো যাবেনা।

৩নং ওয়ার্ড কাউন্সিলর অলিউর রহমান অলি, আজিজুর রহমান মিলন, কুরসিয়া সিদ্দিকসহ অন্যান্য কাউন্সিলরগন এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত