শরণখোলায় সমাজসেবা কর্মকর্তার করোনা পজিটিভ

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:৩৩ পিএম, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ১১০৬

অতিশ সরকার

শরণখোলায় এবার এক সরকারি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম অতিশ সরকার (৩৫)। তিনি উপজেলা সমাজসেবা অফিসার হিসাবে কর্মরত আছেন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত শনিবার (১৩জুন) শরণখোলার সমাজসেবা কর্মকর্তা অতিশ সরকার জ্বর ও চোখের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ (বৃহস্পতিবার) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে খুলনার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, শরণখোলায় এখন পর্যন্ত ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত