সাংবাদিক ও পুলিশের মাঝে

চুলকাঠিতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মৎস্যজীবীলীগ

চুলকাঠি প্রতিনিধি

আপডেট : ০৫:৫৪ পিএম, শনিবার, ২৩ মে ২০২০ | ৫৯৭

চুলকাঠিতে কর্মরত সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ। শনিবার দুপুরে চুলকাটি প্রেসক্লাব মিলনায়াতনে স্থানীয় সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসাবে পিপিই এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় পৃথকভাবে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের মাঝে পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পিপিই ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে বাগেরহাটে জরুরি সেবায় নিয়োাজিত জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুস সবুর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর অসিত কুমার রায়. জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোঃ আফজাল ফকির সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাকির হোসেন চুলকাটি প্রেসকাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সভাপতি মিজানুর রহমান মিঠু ,সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার আলী মোড়ল, সাংবাদিক মাহফুজুর রহমান. স্থানীয় কর্মরত সাংবাদিক শেখ আনিসুর রহমান. মোঃ আসাদুজ্জামান শেখ।

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শেখ আব্দুস সবুর জানান মৎস্যজীবী লীগের পক্ষ থেকে বাগেরহাটে জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ সহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট জেলার ছয় শত দুস্থ পরিবার কে নগদ অর্থ সহায়তা প্রদান করছে জেলা আওয়ামী মৎস্যজীবী মৎস্যজীবী লীগ। তিনি আরো বলেন. বিশ্ব করোনাভাইরাস প্রভাবে দেশের চলমান সংকট উত্তরণে প্রত্যেক ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত