করোনা মোকাবেলায় মোরেলগঞ্জে জরুরি সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:১৮ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | ৯২০

প্রাণঘাতি ভাইরাস করোনা মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে জরুরি সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তরফ থেকে মঙ্গলবার বিকেল ৩টায় এ সভা করা হয়। সভায় সভাপতিত্ব
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

সভায় করোনা ভাইরাস মাকাবেলার জন্য সর্বসাধারণকে পরিস্কার পরিচ্ছন্ন, বিদেশ ফেরতদের থেকে নিরাপদ দুরত্বে থাকা ও তাদেরকে যাচাই করা, যাতায়তে সতর্কতা অবলম্বন করা ও সন্দেহ হলে আতঙ্কিত না হয়ে স্বেচ্ছায় পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক রোগীকে পর্যবেক্ষনে রাখার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ৪ বেডের আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সভা সমাবেশের বিষয়ে সকলকে নিরুৎসাহিত করা হয়েছে।

সভায় ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির, থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত