কচুয়ায় মৎস্যঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষ টাকার ক্ষতি

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৮:২৮ পিএম, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৪৪০

কচুয়ায় মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার জোবাই গ্রামের একটি মৎস্যঘেরে এ ঘটনা ঘটে।


উপজেলার গজালিয়া ইউনিয়নের জোবাই গ্রামের মোন্তাজ উদ্দিন শেখের পুত্র পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষি মোস্তফা শেখ জানান, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে এলাকার কতিপয় দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে তার ২২৮ শতকের একটি মৎস্যঘেরে বিষ দিয়ে চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ও ধরে নিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি করেছে। মৎস্য চাষি মোন্তাজ উদ্দিন প্রতি দিনের ন্যায় ২৭ সেপ্টেম্বর সকালে তার ঘেরে গিয়ে এঘটনা দেখে ওই দিন কচুয়া থানায় অজ্ঞাত আসামী করে একটি অভিযোগ করেছে।


কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন,জোবাই গ্রামে মৎস্য ঘেরে বিষ দেওয়া একটি ঘটনা শুনেছি, সুনির্দিষ্টি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত