মোংলা বন্দরের শিল্পাঞ্চালের ওয়েল মিলে অগ্নিকান্ড

মোংলা প্রতিনিধি

আপডেট : ১০:০২ পিএম, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৫৬৬

মোংলা বন্দরের শিল্পাঞ্চলের রুপসা ওয়েল মিলস নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রতিষ্ঠানটির হাজার টন তেল ভর্তি একটি ট্যাংক। বুধবার বিকাল ৫ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও সন্ধ্যা ৭ টা নাগাদ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের সদস্যরা। এ অগ্নিকান্ডের ঘটনায় অল্পের জন্য আরও ভয়াবহ দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে শিল্পাঞ্চলের দাহ প্রদার্থের একাধিক প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, তেলের ট্যাংকের নির্মানাধীন কুলিং টাওয়ারে ওয়াল্ডিংয়ের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দূর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌছায় বাগেরহাট জেলা ও মোংলা রপ্তানী প্রক্রিয়া অঞ্চলের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা। তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে মুঠো ফোনে প্রতিষ্ঠানটির ম্যানেজার এ্যাডমিন মোঃ আক্কাচ আহম্মেদ ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করতে পারেননি। তিনি অসুস্থ্যতার অজুহাতে পুরো পরিস্থিতি এড়িয়ে যান। এ দিকে রুপসা ওয়েল মিলস প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থা ছিল না বলে দাবী করেছে একাধিক সূত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত