ফকিরহাটে নিখোজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৫৯ পিএম, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | ৪৮৯

ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকা থেকে তাসকিন বিল্লাহ (১০) নামের এর বুদ্ধি প্রতিবন্ধি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার পাইকপাড়া গ্রামের বড় মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে মৃত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত তাসকিম বিল্লাহ পাইকপাড়া গ্রামের আবু মুসার ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, তাসিম গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। এদিন সকালে বাড়ির পাশে পুকুরে এলাকাবাসী মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাসিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত