এক বছরে ৫শ’৮৩ কোটি টাকা

আয়কর প্রদানে সর্বোচ্চ রেকর্ড গড়লো মোংলা বন্দর

আপডেট : ০৮:২৯ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৭২২

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এবার সর্বোচ্চ আয়কর প্রদান করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপার্জিত নীট আয় ১শ’৩৩ কোটি টাকা থেকে মঙ্গলবার(১৯ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোজাম্মেল হক, খুলনা কর অঞ্চল এর কমিশনার প্রশান্ত কুমার এর নিকট ৩৩ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

এর আগে ২০১৮-১৯ অর্থ বছরের সোর্স আয় থেকে ৫শ’৫০ কোটি টাকা কর প্রধান করে বন্দর কর্তৃপক্ষ। চলতি অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিশোধিত রাজস্ব আয়ের পরিমান দাড়ালো ৫শ’ ৮৩ কোটি টাকা। গেল ২০১৭-১৮ অর্থ বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের নীট মুনাফা ১শ’ ৯ কোটি টাকা থেকে কর পরিশোধ করে ২৭ কোটি ২৫ লক্ষ টাকা।


বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোজ্জামেল হক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান,উত্তর উত্তর আমদানী-রপ্তানী বানিজ্যের প্রসার বাড়ছে মোংলা বন্দরে। এতে রাজস্ব আয়ও বাড়ছে। ভবিষ্যতে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে বড় ধরনের জোগান দিতে সক্ষম হবে। আর কর কমিশনার প্রশান্ত কুমার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান,এবার খুলনা অঞ্চলে এখন পর্যন্ত সর্বোচ্চ কর প্রদান করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত