বাগেরহাটে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল মেডিকেল স্কুল

ন্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২৭ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৬৬৪

বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যার্টস) কর্মচারীদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে সোমবার রাত থেকে চলা বিক্ষোভ আজ (মঙ্গরবার) দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্মচারীদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে, শিক্ষার্থীরা কাশ বর্জন করে অভিযুক্ত কর্মচারীদের ২৪ ঘন্টার মধ্যে বহিস্কার ও শাস্তিসহ ৮ দফা দাবী আদায়ে অনড় রয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টা থেকে শিক্ষার্থীরা কর্মচারীদের হাতে যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্ত কর্মচারীদের বহিস্কার ও শাস্তিসহ ৬ দফা দাবীতে শহরের মুনিগঞ্জ এলাকায় ম্যাটসের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। চরম উত্তোজনার মধ্যে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ৬দফা দাবী আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা। ছাত্রীদের যৌন নির্যাতনের সাথে জড়িত কর্মচারীদের বহিস্কার ও শাস্তি নিশ্চিত করা ছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবীর মধ্যে রয়েছে, পুরুষ কর্মচারীদের ছাত্রীদের হোস্টেল ও পরিক্ষার হলে প্রবেশাধিকার না দেয়া, অধ্যক্ষের ক্যাম্পাসে থাকা এবং শিক্ষার্থীদের উপর কর্মচারীদের খরবদারী বন্ধ করার দাবী জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কর্মচারীদের হাতে মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা তদন্তে রাতেই ডা. সমিরকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বুধবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, রাতে মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে কর্মচারীদের হাতে মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলন দ্বিতীয় দিনের মতো চলছে। কোন অপ্র্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত