সিডরের একযুগ

শরণখোলায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণ করল সিপিবি

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৯:৫৮ পিএম, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | ৪৮১

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের একযুগ পূর্তিতে শরণখোলায় ১২টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণ করল সিপিবি। রাত আটটার দিকে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) শরণখোলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও কৃষক সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য শরিফুজ্জামান শরিফ। এছাড়া বাগেরহাট জেলা সিপিবি সম্পাদক ফররুখ আহম্মেদ জুয়েল, শরণখোলা শাখা সম্পাদক শামসুর রহমান খোকন, জেলা যুব ইউনিয়ন নেতা নোমান মাহমুদ, সিপিবি নেতা পান্না মিয়া, রতন হালদার, ছাত্র ইউনিয়ন নেতা সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন সুন্দরবন যে সত্যিকারের মায়ের মতোন তা গত ১০নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলে আরেকবার প্রমান দিয়েছে। তাই আমাদের পরম বন্ধু সুন্দরবন রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে।

অপরদিকে, সন্ধ্যায় উপজেলা যুবলীগের উদ্যোগে শরণখোলা প্রেসকাব চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে সিডরের ১২তম বর্ষপূর্তি পালন করে। এসময় আওয়ামীলীগ নেতা একরামুল কবির কিচলু, যুবলীগ নেতা জিয়া উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত