মোল্লাহাটে আ.লীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:০৯ পিএম, শনিবার, ২৪ আগস্ট ২০১৯ | ২৯২৪

মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৫৯) এর হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দাড়িয়ালা বাজারে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, মোল্লাহাট উপজেলা কৃষক লীগের সভাপতি গাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী, গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মফিজুল ইসলাম, সহ-সভাপতি শিকদার তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি শিকদার, ইউপি সদস্য হুমায়ুন শেখ, জুয়েল শেখ, সাইফুজ্জামান সবুজ, নিহতের ছেলে মোস্তাইন শেখ, স্ত্রী নাছিমা বেগম, মেয়ে সোমা, রুনাসহ অনেকে।

নারী পুরুষ নির্বিশেষে এলাকার দুই সহস্রাধিক লোক এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, দেলোয়ার হোসেনের হত্যার পরে দুই সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ মামলায় এজাহার ভুক্ত কোন আসামীকে গ্রেফতার করেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী ও নিহতের স্বজনদের বিভিন্ন প্রকার হুমকী দিচ্ছে। অনতিবিলম্বে হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবি জানান বক্তারা। তা না হলে এর থেকে বড় কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন এলাকাবাসী।

মামলা সূত্রে জানা যায়, ৩ আগস্ট মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা বাজারের নৈশ প্রহরী নিয়োগ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভার মধ্যে ওই এলাকার সন্ত্রাসী রজু হাওলাদার, উজির শিকদার, দুলাল খা, ইকরাম ফকির, মনির মেম্বরসহ শতাধিক লোক যারা সভা করছিল তাদের উপর হামলা করে। এতে দারিয়ালা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে দেলোয়ার হোসেনসহ ২৫-৩০ জন গুরুত্বর আহত হয়।

দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট দেলোয়ার হোসেন মারা যায়। ময়না তদন্ত শেষে ৯ আগস্ট তার দাফন হয়। এর আগে ৪ আগস্ট দেলোয়ার হোসেনের চাচাতো ভাই আ,লীগ নেতা শরীফুজ্জামান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত