মোল্লাহাটে স্থানীয় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৩:০৮ পিএম, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | ১৬৫৮

মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০ হতে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি. জনপ্রতিনিধি, ছাত্র, ব্যাবসায়ী, শিক্ষক/শিক্ষানুরাগী, খ্যাতনামা ব্যক্তিত্ব, সমাজকর্মী, ধর্মীয় নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, কৃষি অফিসার মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস, মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাজমুল হাসান ও শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-প্রধান শিক্ষক মোঃ ফরিদ আমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান সজল, নির্বাচন অফিসার প্রবীর কুমার মল্লিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, মহিলা বিষয়ক অফিসার মোসাঃ রুনীয়া আক্তার ও পরিসংখ্যান অফিসার সুশান্ত কুমার মহন্ত প্রমূখ।

স্থানীয় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত