২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূল

মোরেলগঞ্জে টিকা দেওয়া হবে ৪ হাজার কুকুরকে

  মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:১২ এএম, বুধবার, ১০ এপ্রিল ২০১৯ | ৪৬০

মোরেলগঞ্জে ৪ হাজার কুকুরকে দেওয়া হবে জলাতঙ্ক প্রতিষেধক টিকা ‘র‌্যাবিসিন ভ্যাকসিন’। বুধবার বেলা ১২টায় উপজেলা হাসপাতাল মিলনায়তনে এ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাহেব আলী, ডা. জিএম আব্দুল কুদ্দুস, ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচীর সুপারভাইজার তাহমিদুল ইসলাম, মো. হযরত আলী সজীব, চেয়ারম্যান আলী আক্কাস বুলু ও প্রেসকাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।

আগামি শনিবার থেকে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় বিশেষজ্ঞদের সমন্বেয়ে গঠিত ৩৭টি টিম কাজ শুরু করবে। তারা ৫দিনে এ উপজেলার ৪ হাজার কুকুরকে টিকাদান সম্পন্ন করবে।

২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষে স্বাস্থ্য মন্ত্রনালায়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় যৌথভাবে দেশব্যাপি এ টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করবে বলে সভায় জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত