চিতলমারীতে নারী উন্নয়ন মেলা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:২৭ পিএম, শনিবার, ৯ মার্চ ২০১৯ | ৮৯৯

চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপি নারী উন্নয়ন মেলা শনিবার বিকাল পাঁচটায় শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুসাঈদ।



উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান হক প্রধান, আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থা ও আকাশ শ্রাবণ শিশু একাডেমীর নির্বাহী পরিচালক নাহিদা ইয়াসমিন নুপুর প্রমূখ।

আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন সম্পর্কে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এই মেলায় সমাজের পিছিয়ে থাকা নারীরা তাদের তৈরী নানা উন্নয়ন কাজের পসরা নিয়ে হাজির হন। তাদের আয়োজনে মুখরিত ছিল দুই দিনের মেলা চত্বর। তিনি আরো জানান, গত ছয় মার্চ মানববন্ধন, আট মার্চ র‌্যালী ও আলোচনা সভা এবং আট ও নয় মার্চ নারী উন্নয়ন মেলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত