মোরেলগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০৬:৪৫ পিএম, শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | ৭৭৫

মোরেলগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মোরেলগঞ্জে শনিবার বিকেলে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, জেলা পরিষদের সদস্য মোসা. আফরোজা আকতার লিনা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি ২০১৭-১ মৌসুমে খেসারী ,ভূট্রা ও বিটি বেগুন এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন খেসারীর কৃষককে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার । ১৩০ জন ভূট্রা কৃষককে ২ কেজি বীজ, ডিপিএ ২০ কেজি, এমওপি ১০ কেজি এবং ১০ জন বিটি বেগুন চাষীকে ২০গ্রাম বীজ, ডিপিএ সার ১৫ কেজি , এমওপি সার ১৫ কেজি করে বিতরণ করা হয়।
এছাড়াও ২৮০ জন চাষীকে একই হারে মুগ বীজ ও অন্যান্য কৃষি সামগ্রী বিতরণ করা হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত