শরণখোলায় রূপান্তরের পুষ্টি ও ওয়াশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১২:২৯ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২০ | ৬০২

শরণখোলায় দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিতকরণ এবং ওয়াশ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্পের ক্রেইন) আওতায় রায়েন্দা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ওয়াটসান কমিটির সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।


দাতা সংস্থা ই্উরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ও উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। প্রশিক্ষণ সহায়ক ছিলেন ক্রেইন প্রকল্পের এসবিসিসি ইলিয়াস হোসেন, মনিটরিং অফিসার ত্রিদীপ বিশ্বাস এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের শরণখোলা উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার সুমাইয়া পারভীন।

প্রশিক্ষণে ইউপি সচিব, ইউপি সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়াটসান কমিটির ১৭জন সদস্য অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত