বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩৬ পিএম, শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | ৫৯৫

বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা সমবায় অধিদপ্তরের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদৎ হোসেন, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, জেলা সমবায় ব্যাংকের সভাপতি মনোয়ার হোসেন টগর, আসাদুজ্জামান, সঞ্জয় দেব নাথ, প্রাক্তন শিক্ষক মোহর আলী প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব। তাই সকলকে সমবায়ের ছায়াতলে আসার জন্য আহবান জানান। পরে প্রধান অতিথি ১০ জন অসচ্ছল সমবায়ীর মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত