বাগেরহাটে জেলা পর্যায়ে সভা অনুষ্টিত

দেশে প্রথম শুরু হচ্ছে ডিজিটাল শুমারি

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:২৯ পিএম, সোমবার, ২৩ মে ২০২২ | ৪২৫

দেশে প্রথম ডিজিটাল জন শুমারি শুরু হচ্ছে। এতে দ্রুত এবং নির্ভুল শুমারি সম্ভব হবে। এই শুমারির ওপর ভিত্তি করে এলাকার লোক সংখ্যা, আর্থ-সামাজিক অবস্থা-সহ সার্বিক চিত্র পাওয়া যাবে।’ সোমবার (২৩ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় ডিজিটাল শুমারি বাস্তবায়নের মূল চিত্র উপস্থাপন করেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক লিজেন শাহ নঈম।


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধান-সহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন শুরু হয়ে দেশব্যাপী ৭ জুন পর্যন্ত এ শুমারি চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত