মোরেলগঞ্জে স্থানীয় সরকার ব্যবস্থাকে

শক্তিশালীকরণ পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:২২ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৭১৫

মোরেলগঞ্জে ‘স্থানীয় জনগণের অংশগ্রহনে এবং সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ মাধ্যমে শিশুদের জন্য সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ পরিকল্পনা’ বিষয়ক ৪ দিনে প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।


উপজেলা অফিসার্স কাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্যে নিয়ে আলোচনা করেন জিওবি-ইউনিসেফ যৌথ কান্টি প্রোগ্রামের জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলাম।


ইউনিসেফের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, উপজেলা মেডিকেল অফিসার মো. শাহজালাল, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) অসীম সরদার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন।


জিওবি-ইউনিসেফ যৌথ কান্টি প্রোগ্রামের আওতায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য-সদস্যা, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউভি,এফপিআই, এনজিও কর্মী সহ মোট ১৬০ জন অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী অর্ঘ্য দেব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত