রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রামপাল প্রতিনিধি

আপডেট : ১০:৫৮ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ | ২৫৪

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার উজড়কুড় ইউনিয়নের চাঁদপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, উজড়কুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, উজড়কুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, রামপাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, উজড়কুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্ট, কাজী আসাফুজ্জামান বাবুল, ওয়ার্ড সদস্য আনোরুল শেখ প্রমূখ।
মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে এই এলাকাসহ রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। এসময় ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান, হাসান ফারাজী, শেখ হুমায়ুন কবির, শ. ম. আ কাদির ও শেখ মাসুদ আলী এলাকার নানাবিধ সমস্যার বিষয়ে তুলে ধরে প্রতিকার আবেদন করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত