জলবায়ু অর্থায়নের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২০ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৮৪১

বাগেরহাটে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত অর্থ বরাদ্দ ও স্বচ্ছতার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসকাবের সামনে টিআইবি সনাকের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সনাকের জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহব্বায়ক বাবুল সরদার।


সনাক বাগেরহাটের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইনের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, দু’প্রক সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সনাক সদস্য অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, শেখ মুজিুবুর রহমান, কাজী রেহেনা পারভীন রীনু, নারী নেত্রী রিজিয়া পারভীন, স্বজন সদস্য ডা: জ্ঞান রঞ্জন চক্রবর্তী, এফ, এম, মোস্তাফিজুল হক প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যেসকল দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ অনুদান হিসেবে দিতে হবে, কোন ধরনের ঋণ হিসেবে নয়।


পোল্যান্ডে আসন্ন কপ সম্মেলনে প্যারিস চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে সনাক,স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত