কৃষানীদের আয় বৃদ্ধির লক্ষে অর্ধশতাধিক

ফকিরহাটে কৃষাণীকে আচার প্রশিক্ষন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৮ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৫৩৫

ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষাণীদের আয় বৃদ্ধির লক্ষে অর্ধশতাধিক কৃষাণীকে আচার প্রশিক্ষন প্রদান করা হয়েছে। শনিবার সকালে ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে কেরামত আলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উন্নয়ন মেলার অনুষ্ঠানে এই প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন। প্রশিক্ষক ছিলেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন কুমার শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাব হোসেন টিপু, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, মোসাঃ শারমীনা শামীম, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হীটলার গোলদার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সোলায়মান আলী মন্ডল, প্রদিপ কুমার মন্ডল, বিপ্লব দাশ, অভিজিৎ গাইন, দেবদাস বালা, মোসাঃ তানিয়া রহমান ও ভাগ্যলক্ষী মন্ডল সহ অর্ধশতাধিক কৃষানী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত