সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক

বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৫২ পিএম, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭ | ৬৯৬

বিতর্ক প্রতিযোগিতা

বাগেরহাটে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ের উপর স্কুল পর্যায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদরের বি.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগনকে আইনগত সহায়তা দেয়ার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ নামক একটি আইন প্রনয়ন করেছে। দরিদ্র জনগনের মধ্যে বাদী-বিবাদী উভয়ে এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন।

জেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে জাস্টিস ফর অল-খুলনা জেলা প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বির্তক প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার এস এম হিসামুল হক, রুপান্তরের বিভগীয় প্রকল্প সমন্বয়কারী রিজিয়া পারভীন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ শহিদুল ইসলাম, রুপান্তরের সদর উপজেলার সমন্বয়কারি শিল্পি আক্তার প্রমুখ। পরে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত