রামপালে ইউএনও’র নির্দেশে বন্ধ হলো কাঠ কয়লা তৈরির চুল্লি

এম,এ সবুর রানা, রামপাল

আপডেট : ১০:০৩ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৯২৭

অবশেষে ইউএনও’র নির্দেশে বন্ধ হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার চুল্লি। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম ও আহম্মদ আলীকে কাঠ চুল্লি বন্ধ করার নির্দেশ প্রদান করেন।


উল্লেখ্য উপজেলার উজলকুড় গ্রামের সাইফুল ও আহম্মদ আলী নামের দুই ব্যাক্তি দীর্ঘ ৫/৬ বছর ধরে অবৈধভাবে নিষিদ্ধ চুল্লি তৈরি করে কাঠ কয়লা তৈরি করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিলেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ব্যক্তিদের চুল্লিতে কাঠ পোড়ানো বন্ধ করার নির্দেশ প্রদান করলে ৬/৭ মাস চুল্লি বন্ধ থাকার পর তারা আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি শুরু করেন।

অভিযোগকারী উজলকুড় গ্রামের মৃত রুহল মোল্যার পুত্র বাদশা মোল্যা ৮ মাস পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করলে তিনি চুল্লি বন্ধের নির্দেশ দেন। এরপর আবারও তারা চুল্লিতে কাঠ পোড়ানো শুরু করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত