অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুটি অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত

শরণখোলায় মৃত্যু পথযাত্রী শিশু সাগর

মহিদুল ইসলাম

আপডেট : ০৩:১৩ পিএম, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | ১৫৯৫

শিশু সাগর

শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব খোন্তাকাটা গ্রামের হতদরিদ্র শাহিন হাওলাদারের একমাত্র ছেলে মো. সাগর (১৩) অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে এখন মৃত্যুর প্রহর গুণছে। বয়স যখন আট বছর তখন হঠাৎ তার নাক-মুখ থেকে তাজা রক্ত পড়তে শুরু করে। সেই থেকে এরকম মাসে দুই-তিন বার নাক-মুখ থেকে রক্ত ঝরে। ধীরে ধীরে তার হাত-পা শুকিয়ে যেতে থাকে। পেটও বড় হতে থাকে। চিকিৎসকের পরামর্শ মতো প্রতিমাসে তার শরীরে এক ব্যাগ করে
বি-পজেটিভ রক্ত দেওয়ার কথা। টাকার অভাবে তাও দিতে পারছেনা পরিবারটি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর অসুস্থতার কারণে সে আর স্কুলে যেতে পারেনি। একমাত্র ছেলে এবং সংসারের প্রথম সন্তানের এমন দুরাবস্থায় বাবা শাহিন হাওলাদার ও মা নার্গিস বেগম দিশেহারা হয়ে পড়েছেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, গত বুধবার (১১ অক্টোবর) সাগরকে তার বাবা আমার কাছে নিয়ে এসেছিলেন। শিশুটি শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে থেলাসেমিয়া রোগে আক্রান্ত। শিশুটি প্রচন্ত রক্ত শূণ্যতায় ভূগছে। দ্রুত তাকে রক্ত দেয়া প্রয়োজন।


পরিবার সূত্রে জানা যায়, আট বছর বয়সে যখন সে অসুস্থ হয়, তখন অর্থাভাবে বড় ডাক্তারের কাছে যেতে না পেরে প্রথমে স্থানীয় হোমিও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় সাগরকে। এভাবে ৭-৮ বছর হাঁতুড়ে চিকিৎসকের ওষুধ খাইয়ে কোনো ফল হয়নি। এমনকি শিশু সাগর কী রোগে আক্রান্ত তখন তাও জানতে পারেনি পরিবার।

বাবা মায়ের সাথে শিশু সাগর

হতদরিদ্র বাবা শাহিন হাওলাদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সাগর তার প্রথম এবং একমাত্র পূত্র সন্তান। রহিমা আক্তার (১১) ও মিম আক্তার (৩) নামে তার আরো দুটি কন্যা সন্তান রয়েছে। সব মিলে তার পরিবারে সদস্য সংখ্যা ছয় জন। নিজে স্থানীয় একটি করাত কলে (স’মিল) শ্রমিক হিসেবে কাজ করেন। তা থেকে প্রতিদিন ২০০ টাকা থেকে ২৫০ টাকা পান। মাঝে মধ্যে দিন মজুরীও খাটেন। তা দিয়ে সংসারের খরচ মিটিয়ে ছেলের চিকিৎসা খরচ আর হয়ে ওঠেনা।

তিনি আরো জানান, ২০১৬ সালের ১৭ মার্চ খুলনার সোনাডাঙ্গাস্থ শান্তামারিয়া মিশনারি হাসপাতালে নিয়ে একবার চিকিৎসা করিয়েছিলেন ছেলেকে। ডা. অপু লরেন্স বিশ্বাস নামে সেখানকার এক চিকিৎসক প্রতিমাসে সাগরের শরীরে এক ব্যাগ করে রক্ত দিতে বলেন। তার রক্ত্রের গ্রুপ বি পজেটিভ (বি+)। প্রথম কয়েক মাস রক্ত দেয়া হয়েছিল। কিন্তু টাকার অভাবে গত ছয় মাস ধরে আর রক্ত দেয়া হয়নি। মাসে দুই-তিন বার নাক-মুখ থেকে রক্ত পড়ে, বমি হয়। ছেলেটির শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে আর পেটও বড় হচ্ছে। জমি জিরাত বলতে মাত্র তিন শতকের একটি বাড়ি। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর ভারত সরকারের অনুদানে দো-চালা একটি ছোট্ট টিনের ঘর ছাড়া আর কোনো সম্পদ নেই তার। তাই ছেলের চিকিৎসার টাকা যোগাড় করা তার পক্ষে কোনো ভাবেই সম্ভব না।


সাগরের মা নার্গিস বেগম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ছেলের পেটে প্রচন্ড যন্ত্রনা হয়। তার কষ্ট আর সহ্য করা যায়না। স্বামী যা আয় করেন তা দিয়ে সংসার চালেনা। এখন ছেলেটিকে চিকিৎসা করাতে না পারলে তাকে বাঁচানো যাবেনা। কেউ যদি আমার ছেলেটার জীবন বাঁচাতে এগিয়ে আসতো তাহলে সারাজীবন তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম।

শিশু সাগরের চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব। তাই শিশুটিকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা, ফিরোজা বেগম, একাউন্ট নম্বর- ৭৭৫২৫০, বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্ন্যাসী বাজার শাখা, মোরেলগঞ্জ, বাগেরহাট। শিশু সাগরের বাবা শাহিন হাওলাদারের ফোন নং-০১৮৫৮৬২৪৭১৪(বিকাশ)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত