চিতলমারীতে এক সাথে ভূমিষ্ট হওয়া ৪ ভাই মারা গেছে !

এস এস সাগর

আপডেট : ০২:৩৩ পিএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ২৩৯৭

বাগেরহাটের চিতলমারীতে এক সাথে পৃথিবীর বুকে ভূমিষ্ট হওয়া ৪ ভাই মারা গেছে। সোমবার ভোরে তারা মারা যায়। রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কানন রানী মজুমদার (৩০) নামে এক গৃহবধূ এক সাথে তাদের ৪ ভাইকে জন্ম দেন। কানন মজুমদার উপজেলার খলিশাখালী গ্রামের আশীষ মজুমদারের স্ত্রী।


চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সজল কান্তি বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, রোববার সন্ধ্যায় কানন রানী মজুমদারের প্রসব বেদনা দেখা দিলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করা হয়। রাতে সে পরপর ৪ টি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা কানন রানী সুস্থ থাকলেও নবজাতকরা মারা যায়। কারণ ২২ সপ্তাহের মাথায় তাদের জন্ম হয়। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন এক নজর তাদের দেখার জন্য স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমান।


উলেখ্য, কানন রানী মজুমদার ও আশীষ মজুমদার দম্পতির অংকন মজুমদার নামে ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত