বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

শেখ আহসানুল করিম

আপডেট : ০৪:১৫ পিএম, মঙ্গলবার, ৫ জুন ২০১৮ | ৮০৮

মোরেলগঞ্জে মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে নয়ন (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত ও মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটি এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক সোলমবাড়িয়া গ্রাামের মোকলেছ শেখকে (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। গুরুতর আহত নয়নকে সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। নিহত নয়ন মোরেলগঞ্জ উপজেলার কামলা গ্রামের কৃষক মো. মোকলেছ কাজীর একমাত্র ছেলে। নিহত নয়ন কচুবুনিয়া রহমাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল।


নয়নের পিতা মোকলেছ কাজী বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমি কৃষিকাজ করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছিলাম। পঞ্চম শ্রেণিতে নয়ন ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছিল। আমার সকল স্বপ্ন ছাই হয়ে গেল।


থানার ওসি মো. রাশেদুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, দুর্ঘটনায় নিহতের কথা শুনেছি। কোন অভিযোগ পাইনি। তবে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত