বাগেরহাটে গ্রিল কেটে দূর্ধর্ষ চুরি

এস এম সামছুর রহমান

আপডেট : ০১:৪৪ পিএম, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ৯৭৩

বাগেরহাট শহরের ব্যস্ততম কেদ্রীয় বাস টার্মিনাল এলাকায় গ্রিল কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ট্রাফিক মোড় এলাকায় সাউথ সুন্দরবন রিয়েল এষ্টেটের অফিসে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা ওই অফিসের নৈশ প্রহরীকে জিম্মি করে আলমীরা ভেঙ্গে নগদ দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায় বলে সাউথ সুন্দরবন রিয়েল এষ্টেটের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ ফারক হোসাইন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান।


তিনি বলেন, অজ্ঞাত চোরেরা অফিসের পিছন দিক থেকে মই দিয়ে বেয়ে উঠে গ্রিল ভেঙ্গে অফিসে প্রবেশ করে অফিসে থাকা নৈশ প্রহরীকে জিম্মি করে প্রথম কক্ষে আলমীরা ভেঙ্গে নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে অন্য কক্ষে যাওয়ার চেষ্টা করে। এসময় কৌশলে নৈশ প্রহরী চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তখন চোরেরা ওই গ্রিল দিয়েই পালিয়ে যায়।


বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বাসষ্ট্যান্ড এলাকার একটি রিয়েল এষ্টেট অফিসে গ্রিল কেটে কিছু টাকা চুরি হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত