রামপালে এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে ২১৬০ জন শিক্ষার্থী 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৪১ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | ১৮৭

ফাইল ফটো
রামপালে এবছর মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থী রয়েছে।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস জানান, এ বছর ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ রামপাল সরকারি কলেজ, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অংশ গ্রহণ করবে।
হাজি এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা অংশ নিচ্ছে দাখিল পরীক্ষার্থীরা এবং শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। এবার ২ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৩০ জন বালক ও ১ হাজার ৩০ জন বালিকা অংশ নিচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত