ফকিরহাটকে স্মাট কৃষি অঞ্চল হিসাবে এগিয়ে নিতে কর্মশালা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৪৭ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ | ১৯২

বাগেরহাটের ফকিরহাটকে স্মাট কৃষি অঞ্চল হিসাবে গড়ে তোলার লক্ষে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধিমান মজুমদার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। এতে আরো রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. ইউনুস আলী শেখ, মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর, মোড়ল জাহিদুল ইসলাম, এমডি সেলিম রেজা, সরদার আমিনুর রশিদ মুক্তি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল প্রমুখ।

কর্মশালায় কৃষি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজন্ডা উত্থাপিত হয়। যা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। এসময় বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও কৃষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত