আগামী কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন

কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দেন কে.এম. ফরিদ হাসান 

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৭:০৬ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ | ৪০৯

আগামী কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষনা দেন, জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কে.এম. ফরিদ হাসান। বৃহস্পতিবার বিকালে কচুয়া প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি।

এসময়ে তিনি বলেন, আমি ছোট বেলায় মাদ্রাসায় পড়েছি কর্মজীবন শুরু করার পর থেকে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছি, পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছি। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষের পাশে থেকেছি। ভোটারদের ভালবাসা ও সমর্থনে আশাকরি নির্বাচনে আমার জয়লাভ হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবের চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণার পর নড়েচড়ে বসেছে সম্ভাব্য প্রার্থীরা।

এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ,যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,নির্বাহী সদস্য খান সুমন, প্রদ্যুত কুমার মন্ডল,সদস্য নকীব মিজানুর রহমান,শহীদুল ইসলাম খোকন, মঈনুল ইসলাম শিকদার, মো.রুম্মান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত