বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:১৪ এএম, রোববার, ২১ জানুয়ারী ২০২৪ | ১৭৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সহিংসতার প্রতিবাদে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে, হরিসভা মন্দিরের সামনে এবং সাধনার মোড়ে এই মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র।

সাধারণ সম্পাদক মধুসূদন দামের সঞ্চলনায় এ সময় আরও বক্তব্য দেন রবীন বিশ্বাস, অম্বরিশ রায়, বাবুল সরদার, মোহন হালদার, প্রদীপ বসু সন্তু, অশোক সাহা, পপুলার কান্তি রায়, মিহির দাস, লিটু দাস, অনিক সাহা সনো, গৌরাঙ্গ সাহা, সুমন দাস, নিভাষ বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রতীর উজ্জ্বল দৃষ্টন্ত বাংলাদেশ। কিন্তু কতিপয় ব্যক্তি দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন এলাকায় নিরীহ মানুষের ওপর হামলা অত্যাচার করছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। তাই সম্প্রীতি সুরক্ষার স্বার্থে এসব হামলাকারীদের অবিলম্ভে বিচারের আওতায় আনতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত