নাশকতার অভিযোগে

মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০১:৩৭ এএম, শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | ৪৫৬

মোরেলগঞ্জে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার(১৮ আগস্ট) বেলা ২টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হচ্ছেন, নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াত কর্মী পশ্চিম গুলিশাখালী গ্রামের প্রভাষক আব্দুস সবুর সমাদ্দার, তার অপর দুই ভাই লোকমান ও সরোয়ার সমদ্দার, খেজুরবাড়িয়া গ্রামের শাজাহান ওরফে মোস্তফা খান, বানিয়াখালী গ্রামের আল-আমীন শরীফ ও নিশানবাড়িয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি আ. হালিম সমাদ্দার।



এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গুলজিয়া আলীম মাদরাসার কাছে নাশকতার পরিকল্পনা করছিল একদল দুর্বৃৃত্ত। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সমক্ষ হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে ১৩ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।



মামলার পলাতক আসামিরা হচ্ছেন, পশ্চিম গুলিশাখালী মো. রুবেল সমাদ্দার, তারিকুল সমাদ্দার, বানিয়াখালী গ্রামের মানিক তালুকদার, পশ্চিম সরালিয়া গ্রামের মোস্তফা আল মামুন, বাদুরতলা গ্রামের জাকির শিকদার, মধ্যম চিংড়াখালী আলম হাওলাদার ও উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর পূর্ব সরালিয়া গ্রামের ছগির হোসেন আকন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত