ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ 

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৫৪ পিএম, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | ৩৬৫

ফকিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ কে বরণ করল সর্বস্তরের জনগণ। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলশোভা যাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।


শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে এসো হে বৈশাখ- গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলা নববর্ষ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এছাড়াও উপজেলার আট্টাকা কে আলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও বেতাগায় দুইদিন ব্যাপি বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।


এসময়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ মুস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নববর্ষ উদযাপন

ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

এরপর মঙ্গল শোভাযাত্রা কলেজে ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বপন দাশ অডিটোরিয়ামে শেষ হয়। কলেজের সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, উৎপল কুমার দাস, চন্দ্র শেখর অধিকারী, অঞ্জু বিশ্বাস বর্ষবরণের গান এসো হে বৈশাখ সমবেত কন্ঠে পরিবেশন করেন। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং শেখ হেলাল উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশের সভাপতিত্বে অসাম্প্রদায়িক বাংলা নববর্ষের চেতনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।


সভায় প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দা দিলরুবা খাতুন, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, সিরাজুল ইসলাম, দিপংকর রায়, শেখ শামীম ইসলাম, মোঃ আমিনুল হক, রাখী হালদার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত