কচুয়ায় শাহীন হত্যায় দুইজন আটক

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:৩৬ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ১২২১

কচুয়ায় শাহিন হত্যা মামলায় ২জনকে আটক করেছে থানা পুলিশ। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, রবিবার নিহত শাহিন শেখের বাবা আঃ গফ্ফার শেখ বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে ও ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে উপজেলার সম্মানকাঠি এলাকা থেকে দুজনকে আটক করে। ওসি আরো বলেন, বাকী আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতরা হলো সম্মানকাঠি এলাকার ছলেমান শেখের ছেলে কবির শেখ(৩৬) ও খেরাজ উদ্দিন শেখের ছেলে জিল্লুর রহমান শেখ (৫৪)। সোমবার সকালে এদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বৈরাগীর হাট থেকে বাড়ী ফেরার পথে সম্মানকাঠি এলাকার শেরে বাংলা বিদ্যা নিকেতনের সামনে পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে শাহীনকে আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত